স্ত্রীকে ২৬ কোটি রুপির উপহার দিলেন সঞ্জয় দত্ত
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২১, ১৯:১৫
                                        স্ত্রীকে মুম্বাইয়ের পালি হিলের ইম্পেরিয়াল হাইটে ২৬ কোটি রুপি মূল্যের চারটি ফ্ল্যাট উপহার দিয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।
জানা গেছে সঞ্জয়ের উপহার দেয়া ফ্ল্যাটগুলো মুম্বাইয়ের পালি হিলের ইম্পেরিয়াল হাইটে অবস্থিত। ফ্ল্যাট নম্বর হলো—৩০১, ৪০১, ১১০১, ১২০১। পাশাপাশি এই অ্যাপার্টমেন্টে ১৭টি গাড়ি পার্কিংয়ের জায়গাও উপহার দিয়েছেন সঞ্জয়। যার মোট মূল্য ২৬.৪৬ কোটি রুপি। গত ডিসেম্বরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।
প্রসঙ্গত, এটি সঞ্জয়ের তৃতীয় স্ত্রী। এর আগে তিনি ১৯৮৭ সালে রিচা শর্মার সঙ্গে প্রথম ঘর বাঁধেন। ১৯৯৬ সালে তারা আলাদা হয়ে যায়। এরপর ১৯৯৮ সালে রেহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ২০০৮ সালে আবারও তাদের সংসার ভেঙে যায়। সর্বশেষ ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি মান্যতাকে বিয়ে করেন সঞ্জয় দত্ত। এ সংসারে ইকরা ও শাহরান নামে দুটি সন্তান রয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাইয়ের পালি হিলের ইম্পেরিয়াল হাইটে রিচা শর্মা রেহা মান্যতা

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।