সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

প্লেট হাতে শাকিব খানের কান্নার ছবি ভাইরাল

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১৩:২৫

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মেগাস্টার শাকিব খানের এক আবেগঘন মুহূর্তের স্থিরচিত্র—প্লেট হাতে চোখে জল, মুখে বিষাদের ছাপ। ভাইরাল হওয়া এই দৃশ্যটি নেটিজেনদের আবেগ ছুঁয়ে গেছে। অনেকেই মন্তব্য করেছেন, এটাই একজন সত্যিকারের শিল্পীর প্রকাশ, যেখানে অভিনয় আর বাস্তব অনুভূতির ফারাক খুঁজে পাওয়া কঠিন।

‎প্রতিটি ঈদে দর্শকদের উপহার দিতে শাকিব খান নিয়ে আসেন নতুন নতুন সিনেমা। যেখানে একসময় দেশি সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলো দর্শক, সেই সময়টাতেই হাল ধরেছিলেন তিনি। ‘তুফান’, ‘বরবাদ’, ও ‘তাণ্ডব’—এই তিনটি মুভি দিয়ে তিনি দেশীয় সিনেমাকে ফিরিয়ে এনেছেন আলোচনায়।

‎রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এরপর ‘লিচুর বাগান’ মুক্তির পর দর্শকমহলে শাকিব খান ও সাবিলা নূরের জুটি নিয়ে শুরু হয় নতুন আলোচনার ঢেউ। বিশেষ করে ‘তাণ্ডব’ সিনেমার মুক্তির পর দেশের বিভিন্ন সিনেমা হলে দেখা গেছে উপচে পড়া ভিড়।

‎তবে সর্বশেষ ভাইরাল হয় ওই মুভির একটি দৃশ্য ।যেখানে  শাকিব খান একটি দৃশ্যে প্লেট হাতে কান্নারত।যা দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে। অনেকেই মনে করছেন, চরিত্রের প্রতি শাকিব খানের একাগ্রতা ও গভীরতা বাংলা সিনেমাকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top