রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

রজনীকান্তের সিনেমায় অভিনয় করাকে একটি বড় ভুল বলে মন্তব্য করেছেন আমির খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৯

ছবি: সংগৃহীত

গত ১৪ আগস্ট মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল আলোচিত সিনেমা কুলি। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। বরাবরের মতোই রজনীকান্তের অভিনয়ে ফুটে উঠেছে স্বকীয়তা।

 

এই সিনেমায় একঝাঁক দক্ষিণী তারকার পাশাপাশি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকেও দেখা গেছে। তিনি ছবিতে দহ নামে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। রজনীকান্তের সঙ্গে একই পর্দায় অভিনয় করাকে নিজের জন্য সৌভাগ্য হিসেবেই বর্ণনা করেছিলেন আমির।

 

তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমির খানের একটি আর্টিকেল ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় তিনি কুলি ছবিতে অভিনয় করাকে নিজের ক্যারিয়ারের একটি বড় ভুল বলে মন্তব্য করেছেন। বিষয়টি ঘিরে নানা জল্পনা-কল্পনা তৈরি হয় নেটিজেনদের মধ্যে।

 

অবশেষে এই গুঞ্জনে ইতি টানল আমির খানের টিম। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে— এমন কোনো মন্তব্য আমির খান কখনো করেননি এবং কোনো সাক্ষাৎকারেও এ ধরনের উক্তি দেননি।

 

উল্লেখযোগ্য বিষয় হলো, ছবিতে আমির খানের লুক— সাদা-কালো ভিজ্যুয়ালে চোখে সানগ্লাস ও মুখে চুরুট হাতে ভিন্নরূপে হাজির হন তিনি। এই লুক প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা তাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top