সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

নতুন রূপে ঢালিউড কুইন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও ভক্তদের মন কাড়লেন নতুন রূপে। সিনেমায় অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি নিয়মিত ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন। মাঝেমধ্যেই নতুন লুকে ধরা দেন তিনি।

সম্প্রতি লাস্যময়ী ব্রাইডাল সাজে একটি ভিডিও প্রকাশ করেছেন অপু বিশ্বাস। সেখানে দেখা যায়— কানে দুল, খোপায় ফুল, আর সাদা পোশাকের উপর চুমকি পরিহিত রাজকীয় সাজে সাজগোজ করেছেন তিনি। ভিডিওর ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, “রানীরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।”

ভিডিওটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীরা প্রশংসার বন্যায় ভাসাচ্ছেন প্রিয় নায়িকাকে। কেউ লিখেছেন, “আপনি সত্যিই রানি।” আবার কেউ কেউ জানিয়েছেন, ব্রাইডাল লুকে অপু বিশ্বাসকে অসাধারণ লেগেছে।

উল্লেখ্য, ঢালিউডের মেগাস্টার শাকিব খানের বিপরীতে ৭২টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তার জন্য পেয়েছেন ঢালিউড কুইন খেতাব। যদিও বর্তমানে সিনেমায় তাকে নিয়মিত দেখা যায় না, তবে ভক্তদের কাছে তার উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমেই প্রাণবন্ত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top