মা-সন্তানের ভালোবাসার মুহূর্ত নিয়েই কটাক্ষের শিকার অভিনেত্রী মৌ
বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩

মা-সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক। যেখানে নেই ভনিতা, মিথ্যা কিংবা স্বার্থ—আছে শুধুই নিখাদ ভালোবাসা। অথচ সেই ভালোবাসার প্রকাশও কখনো কখনো সমালোচনার শিকার হয়।
জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ সম্প্রতি তার ছেলের সঙ্গে একটি চুম্বনরত ছবি শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু সেই ছবিকে কেন্দ্র করে নানা নোংরা কটাক্ষ ও সমালোচনার মুখে পড়তে হয় তাকে। পরে তিনি বাধ্য হয়ে ছবিটি মুছে দেন।
সম্প্রতি মাছরাঙ্গা টেলিভিশনের একটি শোতে এই অভিজ্ঞতা শেয়ার করেন মৌ। তিনি বলেন, “আমি যতটা কষ্ট পাইনি, আমার ছেলে ভেঙে চুড়ে গেছে। ওর বয়স বিশ বছর। ও প্রথমে ছবিটা দেখেইনি, ওর বন্ধুরা পাঠিয়েছে। অনেক ভাষা ও বোঝেনি। কিন্তু ও এতটাই লজ্জা পেয়েছে যে বাথরুম থেকে আমাকে টেক্সট করছে—‘মা, এটা কী? কারা এসব কথা লিখছে? কেন? আমরা কি কিছু করতে পারি না?’”
অভিনেত্রী আরও জানান, ছেলে তাকে জড়িয়ে ধরে কেঁদেছে। মৌ বলেন, “আমি বোঝাতে চেয়েছি, কিন্তু ওর একটাই কথা—‘মা, তোমাকে নিয়ে কথা বলছে, তোমাকে একাই বলছে, আমার মাকে নিয়ে কথা বলছে। ওদের কি মা নাই?’ আমি কী উত্তর দেব?”
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটে যাওয়া এ ধরনের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, একজন মা ও সন্তানের সম্পর্কের প্রতি মানুষের এ ধরনের দৃষ্টিভঙ্গি খুব কষ্টদায়ক।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।