কোন খেলায় পারদর্শী শাহরুখ খান?

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৬

ছবি: সংগৃহীত

বলিউডের বাদশা শাহরুখ খান শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও একজন অসাধারণ মানুষ। তারকা হওয়ার আগেই ছাত্রজীবনে তিনি ছিলেন ভীষণ জনপ্রিয়। সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করলেন দিল্লির হংসরাজ কলেজের প্রাক্তন ছাত্র অনুরাগ, যিনি শাহরুখ খানের কলেজের জুনিয়র ছিলেন।

অনুরাগ জানান, অভিনয়ে যেমন শাহরুখ অনন্য, ছাত্র হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও তার দক্ষতা ছিল অবিশ্বাস্য। বাস্কেটবল থেকে শুরু করে হকি—সব খেলাতেই তিনি ছিলেন সবার চেয়ে এগিয়ে।

প্রথমবার শাহরুখ অভিনীত ‘দিওয়ানা’ সিনেমা দেখতে গিয়ে দর্শকের উচ্ছ্বাস দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। অনুরাগ বলেন, “তার অভিনয় ছিল অসাধারণ। তখনই বুঝেছিলাম তিনি অনেক দূর যাবেন।”

অমিতাভ বচ্চনের ভক্ত অনুরাগ নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “কলেজে পড়ার সময় পান চিবোতে চিবোতে অমিতাভ বচ্চনের ‘শাহেনশা’ দেখতে গিয়েছিলাম। পরে শাহরুখের ছবি দেখতে গিয়েও একই রকম অনুভূতি হয়েছিল। সেই থেকে শাহরুখের ভক্ত হয়ে যাই।”

শাহরুখ খানের ছাত্রজীবনের এই স্মৃতিচারণ প্রমাণ করে, তিনি জন্মগতভাবেই একজন তারকা—চলচ্চিত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top