রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

ফেঁসে যাওয়ার ভয়ে, সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ করেন মাধুরি দীক্ষিত

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১৫:০৭

ছবি: সংগৃহীত

বলিউডের সবচেয়ে আলোচিত প্রেমের গল্পগুলোর একটি ছিল মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত-এর সম্পর্ক। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা ‘সাজান’-এর সেট থেকে শুরু হয় তাদের ঘনিষ্ঠতা, যা পরে বলিউডের গসিপে রূপ নেয় গভীর প্রেমে। কিন্তু ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় সঞ্জয় দত্তের নাম জড়িয়ে যাওয়ার পর হঠাৎ করেই ভেঙে যায় এই সম্পর্ক।

‎সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রখ্যাত সাংবাদিক হানিফ জাভেরি এই সম্পর্কের পরিণতি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, সঞ্জয় দত্ত গ্রেপ্তার হওয়ার পরপরই মাধুরী দীক্ষিত তাঁর কাছ থেকে পরিকল্পিতভাবে দূরত্ব বজায় রাখতে শুরু করেন।

‎জাভেরির ভাষায়, “সঞ্জয়ের জামিনের পর একটি ছবির প্রযোজক মাধুরী ও সঞ্জয়কে একসঙ্গে জনসমক্ষে আনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন। ফটোগ্রাফাররা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের একসঙ্গে প্রথমবারের মতো ক্যামেরাবন্দি করতে। কিন্তু মাধুরীর আচরণে পরিষ্কার ছিল, তিনি আর সঞ্জয়ের সঙ্গে যুক্ত হতে চান না। তিনি অনুষ্ঠানস্থলে না গিয়ে সোজা বেরিয়ে যান।”

‎হানিফ জাভেরির মতে, এই দূরত্বের মূল কারণ ছিল সঞ্জয়ের বিরুদ্ধে চলা মামলার জটিলতা এবং আইনি ঝুঁকি। মাধুরীর আশঙ্কা ছিল, যদি তদন্তে তার নামও কোনোভাবে জড়ায় বা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়, তাহলে তা তার ক্যারিয়ারের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।

‎তাই মাধুরী দীক্ষিত নিজের পেশাদার জীবন ও ভাবমূর্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, সঞ্জয়ের সঙ্গে সব ধরনের যোগাযোগ ছিন্ন করেন। এ সম্পর্কের ইতি টানা ছিল বলিউডের ইতিহাসে এক বিতর্কিত এবং আবেগঘন অধ্যায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top