সিনেমায় ফিরছেন মিষ্টি জান্নাত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১৬:৪৬

ছবি: সংগৃহীত

রুপালি পর্দার পরিচিত মুখ মিষ্টি জান্নাত আবারও ফিরছেন নতুন সিনেমা নিয়ে। সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে অভিনেত্রী জানিয়েছেন, তিনি সাইন করেছেন নতুন একটি ছবিতে, যার নাম ‘বিবর’। সিনেমাটি পরিচালনা করবেন সাইমন তারিক ও তাঁর টিম।

‎মিষ্টি জান্নাত লিখেছেন, “একটি নতুন সিনেমা করতে যাচ্ছি, নাম হচ্ছে, ‘বিবর’। পরিচালক হচ্ছেন সাইমন তারিক ও টিম।"

‎তিনি আরও জানান, ‘বিবর’ ছাড়াও আরও তিনটি সিনেমার কাজ শিগগিরই শুরু হবে। তবে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় গত মাসে শুটিং শুরু করতে পারেননি বলে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।

‎মিষ্টি জান্নাত লেখেন, “মানসিকভাবে বিপর্যস্ত আমি। তাই গত মাসে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও করতে পারিনি।”

‎২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর থেকে তিনি একাধিক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি।

‎ব্যক্তিজীবন ও পেশাগত নানা কারণে প্রায়ই আলোচনায় আসেন এই অভিনেত্রী। শাকিব খানের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জন, কিংবা দুবাইয়ে ব্যবসা করা— এ রকম নানা খবর তাকে বারবার খবরের শিরোনামে এনেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top