বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

নোয়াখালী বিভাগ চাইলেন পলাশ

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১২:১২

সংগৃহীত

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন এই জেলার সাধারণ মানুষ। সম্প্রতি এ দাবিকে ঘিরে বিভিন্ন কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধও অনুষ্ঠিত হয়েছে। এবার এই দাবির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

‎নিজ জেলা নোয়াখালীর প্রতি ভালোবাসা প্রকাশ করে গতকাল বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি। সেখানে পলাশ লিখেছেন, ‘নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।’ তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

‎নেটিজেনদের ব্যাপক সাড়া পাওয়া এই পোস্টে এখন পর্যন্ত লাইক পড়েছে ১ লাখ ২৭ হাজার, কমেন্ট করেছেন ২২ হাজার ৫০০ জনের বেশি, আর শেয়ার হয়েছে ৩ হাজার বারেরও বেশি। মন্তব্যের ঘরে অনেকেই তার দাবির সঙ্গে একমত পোষণ করেছেন এবং নোয়াখালীকে বিভাগ ঘোষণার পক্ষে মত দিয়েছেন।

‎নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামের সন্তান জিয়াউল হক পলাশ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হিসেবে সুপরিচিত। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছেন তিনি। বর্তমানে নাটকটির পঞ্চম সিজন প্রচারিত হচ্ছে।

‎শুরুতে সহকারী হিসেবে কাজ শুরু করলেও বর্তমানে অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও নিয়মিত কাজ করছেন পলাশ। তার মতো একজন জনপ্রিয় অভিনেতার এ ধরনের প্রকাশ্য দাবি নোয়াখালীবাসীর আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top