বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১২:৩৪

সংগৃহীত

পাকিস্তানি জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীরের আগমন বার্তা ঘিরে বাংলাদেশি ভক্তদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা ও কৌতূহল। চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানি তারকা হানিয়া আমির ঢাকায় আসার পর যেমন উন্মাদনা দেখা গিয়েছিল, এবার সেই আবহ যেন আবার ফিরে আসছে আহাদের আগমন ঘিরে।

‎সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশে আসার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেতা। তিনি লেখেন, "হে বাংলাদেশ, শিগগির দেখা হবে,"—সঙ্গে ছিল বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজি। এতেই মুহূর্তেই আলোচনার ঝড় বয়ে যায় সামাজিকমাধ্যমে। ভক্তরা নানা জল্পনা-কল্পনায় মেতে উঠেছেন—আহাদ রাজা মীর কবে আসছেন, কেন আসছেন, কোথায় থাকবেন, কার আমন্ত্রণে আসছেন—এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।

‎তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য মেলেনি অভিনেতার পক্ষ থেকে। দিনক্ষণ কিংবা সফরের উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানাননি তিনি।

‎উল্লেখ্য, পাকিস্তানি টিভি সিরিয়ালের মাধ্যমে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন আহাদ রাজা মীর। বিশেষ করে তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘এহদ-এ-ওয়াফা’ তাকে এনে দিয়েছে বিপুল পরিচিতি। তার নিখুঁত অভিনয় ও ক্যারিশমাটিক উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের।

‎হানিয়া আমিরের পর এবার আহাদ রাজা মীর—দুই জনপ্রিয় পাকিস্তানি তারকার বাংলাদেশ সফরের খবরে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কও যেন এক নতুন মাত্রা পাচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা—কবে ঢাকার মাটিতে পা রাখেন এই প্রিয় তারকা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top