বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

নিজের অভিনয়ে সন্তুষ্ট না ফারিণ

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১৩:০১

সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় নাট্য অভিনেত্রী ফারিণ খান অভিনয় দক্ষতা ও ভিন্নধর্মী চরিত্রে কাজ করে ইতোমধ্যে দর্শকমহলে নিজের একটি আলাদা জায়গা তৈরি করেছেন। আলোচিত নাটক ও অভিনয়ের ভিন্নধর্মী ধারা দিয়ে হয়েছেন দর্শকের প্রিয় মুখ।

‎অভিনয় যাত্রা শুরু হয় তার বড় পর্দা দিয়ে—সিনেমা ‘ধ্যাৎতিরিকি’ ছিল ফারিণের প্রথম কাজ। এরপর ছোটপর্দায় যাত্রা শুরু করেন কাজল আরেফিন অমি পরিচালিত নাটক ‘ফিমেল থ্রি’ দিয়ে। এরপর একে একে ‘প্রিয় ঠিকানা’, ‘মনের মাঝে তুমি’, ‘লাভ বাজ’, ‘প্রথম প্রেমের গল্প’, ‘সুইচ’, ‘আজান’ সহ একাধিক নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। 

‎তবে নিয়মিত কাজ না করলেও, নিজের প্রতিটি নির্বাচনে থাকত বিশেষ সচেতনতা। ফারিণ সবসময় এমন গল্প ও চরিত্র খোঁজেন যেখানে নিজেকে চ্যালেঞ্জ করতে পারেন, ভাঙতে পারেন পুরনো ধাঁচ। অভিনয়ে তার পথচলা সহজ ছিল না। এক দশকের বেশি সময় ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়েই এগিয়ে এসেছেন তিনি।

‎নিজের অভিনয় জীবন নিয়ে ফারিণ বলেন,

“অভিনয় অঙ্গনের সবচেয়ে ছোট্ট মানুষটি আমি। এখনো হাতেখড়িই চলছে। নিজের অভিনয় নিয়ে আমি সন্তুষ্ট নই। আরও বহুদূর যেতে হবে আমাকে। চেষ্টা করছি ভালো কিছু করার। অবশ্যই দর্শকের ভালোবাসা পাওয়ার জন্যই কাজ করি।”

‎নতুন কোনো সিনেমার কাজ না থাকলেও ফারিণ অভিনীত তিনটি সিনেমা রয়েছে মুক্তির তালিকায়। এগুলো হলো—‘আয়না’, ‘প্ল্যানার’, এবং ‘ফেসবুক’।

‎‎নাটক ও সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। আসিফ আকবরের ‘প্রেমের নদী’ এবং শেখ সাদীর ‘তোমায় ছোঁয়ার ইচ্ছে’ শিরোনামের দুটি গানে মডেল হয়ে তিনি দারুণ প্রশংসা পেয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top