বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

পুলিশের কঠোর নিরাপত্তায় অভিনেতা বিজয় থালাপাতি

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১৬:৩৭

সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির চেন্নাইয়ের বাড়িতে বোমা হামলার হুমকিতে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে চেন্নাই পুলিশের কাছে একটি অজ্ঞাত পরিচয়ের ফোন আসে, যেখানে হুমকি দিয়ে বলা হয়, বিজয় যদি ভবিষ্যতে আর কোনো জনসভা করেন, তবে তার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।

‎হুমকি পাওয়ার পরপরই চেন্নাইয়ের নীলাঙ্কারাই এলাকায় বিজয়ের বাড়ি ঘিরে ফেলে পুলিশ বাহিনী। বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। তল্লাশি চালালেও এখনও পর্যন্ত কোনো বিস্ফোরক দ্রব্য বা সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি।

‎চেন্নাই পুলিশ জানিয়েছে, হুমকির ফোনটি এসেছিল তামিলনাড়ুর কন্যাকুমারী এলাকা থেকে। কলারের লোকেশন ট্র্যাক করার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। পুলিশের ধারণা, এটি একটি প্র্যাঙ্ক কল বা ভুয়া হুমকি হতে পারে, তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

‎প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিজয়ের রাজনৈতিক দলের একটি জনসভায় পদদলিত হয়ে ৪১ জন মৃত্যুবরণ করেন, যা নিয়ে এখনও বিতর্ক ও ক্ষোভ অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে এই হুমকি নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে।

‎তদন্ত চলছে, এবং শিগগিরই হুমকিদাতাকে শনাক্ত করার আশা করছে পুলিশ প্রশাসন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top