রানি মুখার্জির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১৬:৫৭

বুধবার মুম্বাইয়ে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল বলিউড ও ব্রিটেন। ভারত সফরে এসে বলিউডের অন্যতম প্রভাবশালী প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ)-এর স্টুডিও পরিদর্শন করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এই সফরকালে বলিউড তারকা রানি মুখার্জিসহ যশ রাজ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি।
এই সফর শুধু সৌজন্য নয়, বরং একটি নতুন অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধ্যায়ের সূচনা। প্রধানমন্ত্রী স্টারমার ঘোষণা করেন, ওয়াইআরএফ-এর সঙ্গে যৌথ উদ্যোগে ২০২৬ সালে ব্রিটেনে তিনটি নতুন বলিউড ছবির শুটিং শুরু হবে। এর মাধ্যমে ব্রিটেনে ৩ হাজারেরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
স্টারমার বলেন,
“বলিউড আবার ব্রিটেনে ফিরছে — এটি শুধু চলচ্চিত্র শিল্পের জন্য নয়, বরং আমাদের দুই দেশের জনগণের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সহযোগিতা কর্মসংস্থান, বিনিয়োগ ও নতুন সুযোগের দ্বার খুলে দেবে এবং ভারত-ব্রিটেন সম্পর্ককে আরও দৃঢ় করবে।”
ওয়াইআরএফ সিইও অক্ষয় বিধানি জানান, ব্রিটেন সবসময়ই তাঁদের জন্য একটি বিশেষ স্থান। তিনি স্মরণ করিয়ে দেন, বলিউডের কালজয়ী ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (ডিডিএলজে)-র শুটিংও হয়েছিল ব্রিটেনে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী স্টারমার আমাদের স্টুডিও পরিদর্শন করেছেন এবং এই যৌথ উদ্যোগে চুক্তি স্বাক্ষর করেছেন — এটি আমাদের জন্য এক বিশাল সম্মান।”
তিনি আরও জানান, ডিডিএলজে-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে ব্রিটেনে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে। এ ছাড়া ওয়াইআরএফ বর্তমানে ‘Come Fall in Love’ নামে একটি ইংরেজি মিউজিক্যাল প্রযোজনা করছে, যা ডিডিএলজে-থেকে অনুপ্রাণিত।
বিশেষজ্ঞদের মতে, এই নতুন উদ্যোগ শুধু অর্থনৈতিক নয়, বরং সাংস্কৃতিক সম্পর্ককেও আরও দৃঢ় করবে। এটি দুই দেশের মধ্যে সৃজনশীল সহযোগিতা, নতুন কনটেন্ট তৈরির সুযোগ এবং আন্তর্জাতিক বিনিময়ের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
সূত্র: রিপাব্লিক ওয়ার্ল্ড
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।