শাকিব খানের হাত ধরেই সিনেমায় আসতে চেয়েছি:তানজিন তিশা
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১৭:৩৯

গণমাধ্যমে সম্প্রতি চাউর হয়, কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’ থেকে বাদ পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হলেও অবশেষে বিষয়টি খোলাসা করলেন তিশা নিজেই।
গনমাধ্যমে সঙ্গে এক আলাপে তানজিন তিশা জানান, কলকাতার সিনেমাটি তিনি নিজেই ছেড়ে দিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র ‘সোলজার’-এ অভিনয়ের জন্য। তার ভাষায়, “দুটো সিনেমার শুটিং একই সময়ে হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তাছাড়া আমি চেয়েছি, বাংলাদেশের সিনেমার মাধ্যমেই আমার অভিষেক হোক। আর চাইছিলাম, শাকিব খানের মতো একজন তারকার বিপরীতে কাজ শুরু করতে।”
তিনি আরও বলেন, “ভিসা নিয়ে কিছু জটিলতা ছিল। কিন্তু ‘সোলজার’ ও ‘ভালোবাসার মরশুম’-এর শুটিংয়ের সময় এক হয়ে যাওয়ায় পরে আমি আর ভিসা পাওয়ার চেষ্টা করিনি। কারণ আমি বাংলাদেশের মেয়ে—আমার কাছে আগে বাংলাদেশ। কিছু খবরের শিরোনাম দেখে সত্যিই অবাক হয়েছি।”
উল্লেখ্য, ইতোমধ্যে শুরু হয়েছে ‘সোলজার’ সিনেমার শুটিং। তানজিন তিশা অংশ নিচ্ছেন এতে, এবং ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে তার শুটিং শিডিউল সুপারস্টার শাকিব খানের সঙ্গে। এই সিনেমার মধ্য দিয়েই রূপালি পর্দায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন শাকিব খান ও তানজিন তিশা।
দেশপ্রেমে উদ্বুদ্ধ ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত ‘সোলজার’ পরিচালনা করছেন সাকিব ফাহাদ। চলচ্চিত্রপ্রেমীরা আশাবাদী, এই নতুন জুটি বাংলা চলচ্চিত্রে নতুন এক মাত্রা যোগ করবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।