রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

শোবিজ অঙ্গনে আজ যেনো জন্মোৎসব

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১১:২২

সংগৃহীত

‎আজ ১২ অক্টোবর, বিনোদন অঙ্গনে যেন তারকা জন্মদিনের এক বিশাল উৎসব। কারণ আজকের দিনে জন্মগ্রহণ করেছেন দেশের জনপ্রিয় পাঁচ অভিনেত্রী— মেহের আফরোজ শাওন, কেয়া, সোহানা সাবা, মৌসুমী হামিদ এবং নাদিয়া আফরিন মিম।

‎জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ভক্ত, অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছেন তারা সবাই। তবে জানা গেছে, এবারের জন্মদিনে কেউই কোনো জমকালো আয়োজন রাখেননি। বরং পরিবারের সদস্য ও কাছের মানুষদের সঙ্গে শান্ত পরিবেশেই দিনটি কাটাচ্ছেন এ তারকারা।

‎মেহের আফরোজ শাওন

‎অভিনেত্রী, পরিচালক, গায়িকা, নৃত্যশিল্পী ও স্থপতি— বহুমুখী প্রতিভার অধিকারী মেহের আফরোজ শাওনের জন্ম ১৯৮১ সালের এই দিনে। তিনি প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী এবং দুই পুত্রের জননী।

‎১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক ‘নক্ষত্রের রাত’-এ অভিনয়ের মাধ্যমে শাওনের অভিনয় যাত্রা শুরু হয়। এরপর অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও তিনি সফলতা পেয়েছেন। তার নির্মিত সিনেমা ‘কৃষ্ণপক্ষ’ বিশেষভাবে প্রশংসিত হয়।

‎সোহানা সাবা

‎ছোটপর্দা দিয়ে যাত্রা শুরু করলেও রূপালি পর্দাতেও নিজের জায়গা পাকা করে নিয়েছেন সোহানা সাবা। ‘খেলাঘর’ ও ‘চন্দ্রগ্রহণ’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

‎বর্তমানে তিনি একটি ওয়েব সিরিজে কাজ করছেন, যা তার প্রযোজনায় নির্মিত হচ্ছে। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও সফলভাবে কাজ করছেন তিনি।

‎কেয়া

‎যশোরে জন্ম নেওয়া চিত্রনায়িকা কেয়া মাত্র ১৪ বছর বয়সে ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এই ছবিতে তার সহ-অভিনেতা ছিলেন আমিন খান ও রিয়াজ। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্র দিয়ে দর্শকমহলে পরিচিতি পান কেয়া। এরপর দীর্ঘ সময় চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

‎মৌসুমী হামিদ

‎২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে উঠে আসা এই অভিনেত্রী নাটক ও চলচ্চিত্র— উভয় মাধ্যমেই নিয়মিত কাজ করছেন। গ্ল্যামার ও অভিনয়শৈলীর মিশেলে নিজস্ব অবস্থান তৈরি করেছেন মৌসুমী হামিদ।

‎নাদিয়া আফরিন মিম

‎২০১৪ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার বিজয়ী নাদিয়া আফরিন মিম বর্তমানে ছোট পর্দায় ব্যস্ত সময় পার করছেন। নাটক ও বিজ্ঞাপনচিত্রে তার উপস্থিতি বরাবরই দর্শকের নজর কেড়েছে। নিয়মিত অভিনয় করছেন তিনি।

‎একই দিনে এই পাঁচ তারকার জন্মদিন হওয়ায় আজ শোবিজপাড়ায় যেন উৎসবের আমেজ। ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন প্রিয় তারকাদের।

‎তাদের প্রত্যেককে জানাই জন্মদিনের শুভেচ্ছা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top