শোবিজ অঙ্গনে আজ যেনো জন্মোৎসব
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১১:২২

আজ ১২ অক্টোবর, বিনোদন অঙ্গনে যেন তারকা জন্মদিনের এক বিশাল উৎসব। কারণ আজকের দিনে জন্মগ্রহণ করেছেন দেশের জনপ্রিয় পাঁচ অভিনেত্রী— মেহের আফরোজ শাওন, কেয়া, সোহানা সাবা, মৌসুমী হামিদ এবং নাদিয়া আফরিন মিম।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ভক্ত, অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছেন তারা সবাই। তবে জানা গেছে, এবারের জন্মদিনে কেউই কোনো জমকালো আয়োজন রাখেননি। বরং পরিবারের সদস্য ও কাছের মানুষদের সঙ্গে শান্ত পরিবেশেই দিনটি কাটাচ্ছেন এ তারকারা।
মেহের আফরোজ শাওন
অভিনেত্রী, পরিচালক, গায়িকা, নৃত্যশিল্পী ও স্থপতি— বহুমুখী প্রতিভার অধিকারী মেহের আফরোজ শাওনের জন্ম ১৯৮১ সালের এই দিনে। তিনি প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী এবং দুই পুত্রের জননী।
১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক ‘নক্ষত্রের রাত’-এ অভিনয়ের মাধ্যমে শাওনের অভিনয় যাত্রা শুরু হয়। এরপর অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও তিনি সফলতা পেয়েছেন। তার নির্মিত সিনেমা ‘কৃষ্ণপক্ষ’ বিশেষভাবে প্রশংসিত হয়।
সোহানা সাবা
ছোটপর্দা দিয়ে যাত্রা শুরু করলেও রূপালি পর্দাতেও নিজের জায়গা পাকা করে নিয়েছেন সোহানা সাবা। ‘খেলাঘর’ ও ‘চন্দ্রগ্রহণ’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
বর্তমানে তিনি একটি ওয়েব সিরিজে কাজ করছেন, যা তার প্রযোজনায় নির্মিত হচ্ছে। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও সফলভাবে কাজ করছেন তিনি।
কেয়া
যশোরে জন্ম নেওয়া চিত্রনায়িকা কেয়া মাত্র ১৪ বছর বয়সে ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এই ছবিতে তার সহ-অভিনেতা ছিলেন আমিন খান ও রিয়াজ। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্র দিয়ে দর্শকমহলে পরিচিতি পান কেয়া। এরপর দীর্ঘ সময় চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
মৌসুমী হামিদ
২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে উঠে আসা এই অভিনেত্রী নাটক ও চলচ্চিত্র— উভয় মাধ্যমেই নিয়মিত কাজ করছেন। গ্ল্যামার ও অভিনয়শৈলীর মিশেলে নিজস্ব অবস্থান তৈরি করেছেন মৌসুমী হামিদ।
নাদিয়া আফরিন মিম
২০১৪ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার বিজয়ী নাদিয়া আফরিন মিম বর্তমানে ছোট পর্দায় ব্যস্ত সময় পার করছেন। নাটক ও বিজ্ঞাপনচিত্রে তার উপস্থিতি বরাবরই দর্শকের নজর কেড়েছে। নিয়মিত অভিনয় করছেন তিনি।
একই দিনে এই পাঁচ তারকার জন্মদিন হওয়ায় আজ শোবিজপাড়ায় যেন উৎসবের আমেজ। ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন প্রিয় তারকাদের।
তাদের প্রত্যেককে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।