রেদওয়ান রনির সঙ্গে প্রেমভঙ্গের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১২:১১

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সবসময়ই থাকেন আলোচনায়—কখনো তার অভিনয় নিয়ে, আবার কখনো ব্যক্তিগত জীবন ঘিরে নানা গুঞ্জনে। সম্প্রতি নতুন করে শোবিজ অঙ্গন সরব হয়ে উঠেছে পরিচালক রেদওয়ান রনির সঙ্গে তার প্রেমভঙ্গের খবর ঘিরে। তবে এবার এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন সাদিয়া নিজেই।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিয়া বলেন, “এটা জানতে হবে আপনি কোথা থেকে শুনেছেন? এটা একটা ভুল ইনফরমেশন।”
গুঞ্জনের সূত্রপাত মূলত তাদের সাম্প্রতিক অনুপস্থিতি নিয়ে। একসময় বিভিন্ন অনুষ্ঠান ও ইভেন্টে একসঙ্গে দেখা গেলেও, সাম্প্রতিক সময়ে সেই উপস্থিতি আর চোখে পড়ছে না। ‘সাবা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ছিলেন না সাদিয়া, আর অন্য একটি অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন রনি। ফলে গুঞ্জন আরও তীব্র হয়।
এই প্রসঙ্গে সাদিয়া ব্যাখ্যা দিয়ে বলেন, “সেদিন আমার শুটিং ছিল, তাই ‘সাবা’ সিনেমার প্রিমিয়ারে যেতে পারিনি। ডেইলি স্টারের একটি অনুষ্ঠানে আমি ছিলাম, কিন্তু ওর সঙ্গে আমাকে দেখেননি—সেটাই স্বাভাবিক। কেন একজন মানুষের সঙ্গে আমাকে সব জায়গায় থাকতে হবে? তারও তো আলাদা সার্কেল আছে। সম্পর্ক নয়, আমরা খুব ভালো বন্ধু।”
রনির সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সাদিয়া আবারও জোর দিয়ে বলেন, “বন্ধু হিসেবেই আমরা একসঙ্গে যাই। এখন একসঙ্গে দেখতে না পাওয়াটা স্বাভাবিক—আমাদের দুজনেরই কাজ থাকে। সে এখন সিনেমা বানাচ্ছে, আমি নিয়মিত নাটকের শুটিং করি। তাই সময় মেলে না। আমরা দুজনেই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত।”
রনির জীবনে নতুন প্রেম এসেছে কি না—এমন প্রশ্নের জবাবে সাদিয়া খোলামেলা মন্তব্য করে বলেন, “আপনার কাছে তথ্য আসতেই পারে, কিন্তু এটা নিয়ে আমার বলার কিছু নেই। সে আমার বন্ধু, সে চাইলে যে কারও সঙ্গে প্রেম করতে পারে—এটা তার ব্যক্তিগত বিষয়। আমি যতটুকু জানি, সে এখন তার সিনেমা নিয়েই খুব ব্যস্ত।”
সবশেষে সাদিয়া বলেন, “আমরা এখনো খুব ভালো বন্ধু। যোগাযোগ আছে, কথা হয়। শুধু ব্যস্ততার কারণে দেখা হয় না, কিন্তু বন্ধুত্বে কোনো দূরত্ব নেই।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।