কারিনার রাগ যেভাবে সামলান সাইফ আলি খান
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৩:০৮

বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে বিবেচিত সাইফ আলি খান ও কারিনা কাপুর খান—প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ভালোবাসা, বন্ধন ও বোঝাপড়ার নিখুঁত উদাহরণ স্থাপন করে চলেছেন। ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ এই তারকা জুটি বর্তমানে তাদের দুই সন্তানসহ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। বয়সে প্রায় ১১ বছরের ব্যবধানও তাদের সম্পর্কের স্থায়িত্বে কোনো প্রভাব ফেলতে পারেনি।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফ আলি খান তাদের দাম্পত্য জীবনের স্থিতিশীলতার পেছনের এক গোপন কৌশল শেয়ার করেছেন। কারিনার রাগ সামলানোর সময়ে কীভাবে তিনি পরিস্থিতি মোকাবিলা করেন, সে প্রসঙ্গে সাইফ বলেন, “স্ত্রীর রাগের মুহূর্তে সংযমই আমার মূল ভরসা। কারিনা রেগে গেলে আমি চুপ হয়ে যাই। কোনো কথা বলি না, শুধু শুনে যাই।”
সাইফের মতে, এমন সংযমই অনেক সময় বড় ঝামেলা এড়াতে সাহায্য করে এবং সম্পর্ককে মজবুত রাখে।
এর আগে একাধিক সাক্ষাৎকারে কারিনাও জানিয়েছিলেন, বয়সের পার্থক্য কিংবা ছোটখাটো মতবিরোধ তাদের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। তার কথায়, “ভালোবাসা থাকলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যায়। একে অপরের প্রতি শ্রদ্ধা আর বোঝাপড়াই আমাদের সম্পর্কের মূল ভিত্তি।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।