নতুন পরিচয়ে আসছে তাসনিয়া ফারিণ
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৬

টেলিভিশন, ওটিটি ও প্রেক্ষাগৃহ—তিন মাধ্যমেই সফলভাবে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার নতুন এক পরিচয়ে হাজির হচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনায় পা রাখতে চলেছেন এই তারকা।
গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ফারিণ। নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমি যদি প্রোডাকশন হাউস খুলি, তাহলে সেটার নাম কী দেওয়া উচিত?”। সঙ্গে সঙ্গেই মন্তব্য ঘরে ভক্তদের উৎসাহব্যঞ্জক নানা নামের প্রস্তাব আসতে থাকে। জবাবে ফারিণ লেখেন, “অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন্যবাদ।”
এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি আরও পরিষ্কার করেন তিনি। জানান, নিজের ভাবনা ও সৃষ্টিশীল চিন্তাগুলো বাস্তবে রূপ দিতেই প্রযোজনায় আসার পরিকল্পনা করছেন তিনি।
ফারিণ বলেন, “ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার, যেখানে নিজের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারব।”
এই প্রযোজনা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বছরের শেষ দিকে একটি মিউজিক ভিডিও দিয়ে, যেখানে কণ্ঠ দিয়েছেন স্বয়ং ফারিণ। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, যিনি এর আগে ফারিণের সঙ্গে একাধিক কাজ করেছেন।
তবে আপাতত শুধু মিউজিক ভিডিও দিয়েই যাত্রা শুরু করলেও, ভবিষ্যতে নিয়মিতভাবে প্রযোজনার কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অভিনয়ে তেমন ব্যস্ত নন তাসনিয়া ফারিণ। সর্বশেষ তিনি অভিনয় করেছেন গত ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ইনসাফ’-এ। এরপর নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।