একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জানো: মাহি
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৩:৩৮

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি আবারও আলোচনায়, তবে এবার অভিনয় নয় — সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক রোমাঞ্চকর ভিডিও ঘিরে। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে পোস্ট করা সুইমিংপুলের নিচে ধারণ করা ১৭ সেকেন্ডের একটি ভিডিও ঘিরে ভক্তদের মাঝে চলছে তুমুল চর্চা।ভিডিওটি শেয়ার করে মাহি ক্যাপশনে লেখেন,
"একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জানো?"
এই ক্যাপশন থেকেই বোঝা যায়, কাঙ্ক্ষিত দৃশ্যটি ধারণ করতে তাকে করতে হয়েছে কঠিন পরিশ্রম ও চেষ্টার পরীক্ষা।
নেটিজেনদের অনেকেই ধারণা করছেন, এটি হয়তো কোনো নাটক বা ফটোশুটের অংশ। তবে মাহি ভিডিওটির বিস্তারিত উল্লেখ না করলেও, তার সাবলীল পানির নিচের উপস্থিতি এবং ক্যামেরার প্রতি একাগ্রতা নজর কেড়েছে দর্শকদের।
ভিডিওটির কমেন্ট সেকশনে এক ভক্ত মজা করে লিখেছেন, "আহারে, কত কষ্ট করো তুমি।"
আরেকজন মন্তব্য করেছেন,
"পারফেক্ট সব কিছুই অনেক কষ্টের। তোমার চেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য।"
এর আগেও সামিরা খান মাহি নানা সময় সামাজিক মাধ্যমে তার কাজ ও ব্যক্তিগত জীবনের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তবে এবারকার ভিডিওটি যেন সেই তালিকায় একটু আলাদা, কারণ এখানে রয়েছে শৈল্পিকতা ও পরিশ্রমের ছাপ।
অল্প সময়েই নাট্যজগতে নিজের জায়গা তৈরি করে নেওয়া মাহির এমন ব্যতিক্রমী কনটেন্ট প্রমাণ করে, তিনি শুধুমাত্র অভিনয় নয়, ভিজ্যুয়াল কনটেন্ট উপস্থাপনেও দারুণ আগ্রহী এবং দক্ষ। ভক্তদের প্রশংসা ও আলোচনার ঝড়ে ভিডিওটি ইতোমধ্যেই ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে।
এই ভিডিওর মাধ্যমে মাহি শুধু নিজের প্রচেষ্টার গল্পই বললেন না, বরং ‘পারফেক্ট শট’-এর পেছনে লুকিয়ে থাকা অদৃশ্য শ্রমটাও সামনে তুলে ধরলেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।