শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

করোনার টিকা নিলেন রুনা লায়লা ও আলমগীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ০০:৩৬

করোনার টিকা নিলেন রুনা লায়লা ও আলমগীর

উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা ও চিত্রনায়ক আলমগীর সপরিবারে আজ করোনার টিকা নিলেন ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে তাদের পরিবারের মোট ৯ সদস্য ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। ভ্যাকসিন নেওয়ার বিষয়টি জানিয়ে ফেসবুকে অনুভূতি প্রকাশ করেন রুনা লায়লা নিজেই।

সেখানে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ্‌। আজ পরিবারের সদস্য এবং কর্মীদের সঙ্গে নিয়ে কোভিড-১৯ এর ভ্যাকসিন নিলাম। আমরা মোট ৯ জন ভ্যাকসিন নিয়েছি। সুন্দর পরিবেশে দ্রুত পরিষেবা পেয়ে আমরা খুব সন্তুষ্ট। চিকিৎসক অত্যন্ত দক্ষ এবং নার্সও অত্যন্ত সহায়ক ও যত্নশীল ছিলেন।

সবাইকে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ জানিয়ে রুনা লায়লা লেখেন, ‘যারা টিকা নিতে এখনো দ্বিধায় আছেন বা অনিচ্ছুক, তাদের সবাইকে বলব, এটা একেবারে নিরাপদ। আমি সবাইকে দৃঢ়ভাবে অনুরোধ জানাচ্ছি, আপনার নিজের সুরক্ষা এবং আপনার পরিবারসহ চারপাশের সকলের জন্য যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিন। আল্লাহ সবার মঙ্গল করুক।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top