শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এ প্রধান নায়িকা তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:৩৯

সংগৃহীত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এর নতুন সিনেমা ‘প্রিন্স’-এ প্রধান নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বিশ্বস্ত সূত্র জানায়, মূল নায়িকা চরিত্রটি আগে কলকাতার অভিনেত্রী ইধিকা পাল-কে দেওয়ার কথা ছিল। তবে পারিশ্রমিক বেশি চাওয়ায় তাকে আর রাখা হয়নি। তার জায়গায় ফারিণকে নেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ফারিণের আগের নির্ধারিত চরিত্রে নতুন একজন নায়িকা যুক্ত হবেন।

চলচ্চিত্র প্রযোজক হিসেবে প্রথমবার নাম লিখিয়েছেন শিরিন সুলতানা। তার প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ল্যান্ড’-এর ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। গল্প ও চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন, সহযোগিতায় ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে ফারিণের যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে, আগামী ঈদুল ফিতরেই মুক্তি পাবে শাকিব-ফারিণ জুটির এই প্রতীক্ষিত সিনেমা। নতুন জুটির রসায়ন দেখার জন্য এখন দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top