দাঊদ ইব্রাহিমের সঙ্গে সংযোগ! পুলিশ ডাকবে শ্রদ্ধা কাপুর-নোরা ফাতেহিদের
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:৫৫
বলিউডে নতুন মাদক সংক্রান্ত বিতর্ক ছড়িয়ে পড়েছে। অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি সহ কয়েকজনের নাম উঠে এসেছে একটি বড় ড্রাগ পার্টি ও সিন্ডিকেট সংক্রান্ত মামলায়। অভিযোগে বলা হয়েছে, তারা এমন পার্টিতে অংশ নিয়েছেন যা আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সহযোগীদের সঙ্গে সম্পর্কিত।
মুম্বাইয়ের অ্যান্টি নারকোটিক্স সেল (এনসিবি) সম্প্রতি একটি বড় মাদক সিন্ডিকেটের সন্ধান পায়, যা শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিম দোলা নিয়ন্ত্রণ করেন। সেলিম দোলা দাউদ ইব্রাহিমের সহযোগী হিসেবে পরিচিত। সেলিমের ছেলে তাহের দোলাকে গত আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরিয়ে আনা হয়। তাহেরের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে।
তাহেরের বরাত দিয়ে জানা যায়, বেশ কয়েকজন বলিউড তারকা, মডেল, র্যাপার ও ফিল্মমেকার সেলিম দোলার আয়োজিত ড্রাগ পার্টিতে অংশ নিয়েছিলেন, যা ভারত ও দেশের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। এই তালিকায় শ্রদ্ধা কাপুর, সিদ্ধার্থ কাপুর, নোরা ফাতেহি, আলিশা পারকার, জিশান সিদ্দিকি, অলি আলিয়াস অরহান, আব্বাস মুস্তানসহ আরও অনেকে রয়েছেন।
মুম্বাই পুলিশের এনসিবি শাখা দ্রুত এই অভিনেতা-অভিনেত্রীদের সমন জারি করবে এবং তাদের বক্তব্য রেকর্ড করা হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে অপূর্ব লাখিয়া পরিচালিত ‘হাসিনা পারকার’ সিনেমায় অভিনয় করেছিলেন শ্রদ্ধা ও সিদ্ধার্থ। সিনেমায় দাউদ ইব্রাহিমের চরিত্রে ছিলেন সিদ্ধার্থ, আর শ্রদ্ধা তার বোনের চরিত্রে দেখা গিয়েছিল।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।