'স্বামী মারা যেতেই কারিশমার সংসারে অর্থকষ্ট'
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৩:১৬
শুক্রবার হাইকোর্টে অভিনেত্রী কারিশমা কাপুরের দুই সন্তান সামিরা ও কিয়ানের দায়ের করা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদনের ওপর যুক্তি শুনানি হয়। আবেদনে প্রিয়া কাপুরকে তাদের বাবা সঞ্জয় কাপুরের সম্পত্তি হস্তান্তর থেকে বিরত রাখার জন্য আদালতের নির্দেশ চাওয়া হয়।
কারিশমার সন্তানদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মহেশ জেঠমালানি। তিনি আদালতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা সামিরার বিশ্ববিদ্যালয়ের ফি দুই মাস ধরে পরিশোধ করা হয়নি। তিনি যুক্তি দেন যে, “বাচ্চাদের সম্পত্তি বিবাদী নং ১ (প্রিয়া কাপুর)-এর কাছে রয়েছে, তাই এটি তার দায়িত্ব। বৈবাহিক শর্ত অনুযায়ী, সঞ্জয় কাপুরকে বাচ্চাদের শিক্ষাগত ও জীবনযাত্রার খরচ বহন করতে হবে।”
অন্যদিকে, প্রিয়া কাপুরের পক্ষে উপস্থিত সিনিয়র অ্যাডভোকেট রাজীব নায়ার দাবি অস্বীকার করেন এবং বলেন যে কারিশমার সন্তানদের সকল খরচ প্রিয়া যথাযথভাবে পরিশোধ করেছেন।
বিচারপতি জ্যোতি সিং উভয় পক্ষকে আদালতে এই ধরনের বিতর্কিত বিষয়গুলি পুনরায় আনার বিষয়ে সতর্ক করেন। তিনি প্রিয়ার আইনজীবীকে নির্দেশ দেন যে ভবিষ্যতে এই ধরনের বিষয়গুলি যথাযথভাবে পরিচালনা করতে হবে। বিচারপতি বলেন, “আমি এই বিষয়ে ৩০ সেকেন্ডের বেশি সময় ব্যয় করতে চাই না। আমি চাই না যে এই শুনানিটি মজার বিষয় হয়ে উঠুক।”
মামলাটি কারিশমার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের ১২ জুন লন্ডনে পোলো খেলার সময় হঠাৎ মৃত্যু হওয়ার পর দায়ের করা হয়। মামলায় কারিশমার সন্তানরা অভিযোগ করেছেন যে প্রিয়া কাপুর সঞ্জয়ের উইল জাল করেছেন। তারা দাবি করেন, সঞ্জয় তাদের সম্পত্তিতে অংশ দেওয়ার “বারবার আশ্বাস” দিয়েছিলেন, কিন্তু চূড়ান্ত নথিতে তা অন্তর্ভুক্ত করা হয়নি।
দিল্লি হাইকোর্ট ১৯ নভেম্বর মামলাটির শুনানি পুনরায় শুরু করবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।