রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

বাজরাঙ্গি ভাইজান’-এর মুন্নি হর্ষালি মালহোত্রা ফিরছেন বড়পর্দায়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৩:২৪

সংগৃহীত

দশ বছর আগের সেই নিষ্পাপ চোখ, নীরব অভিব্যক্তি আর হৃদয় ছুঁয়ে যাওয়া অভিনয়ের মাধ্যমে কোটি দর্শকের মন জয় করা ‘বাজরাঙ্গি ভাইজান’-এর মুন্নি হর্ষালি মালহোত্রা আবারও আলোচনার কেন্দ্রে উঠেছেন। দীর্ঘ বিরতির পর দক্ষিণ ভারতীয় সিনেমার মাধ্যমে বড়পর্দায় প্রত্যাবর্তনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ৬৫ বছর বয়সী তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণের আসন্ন ছবি ‘অখণ্ড ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন হর্ষালি। এটি তার তেলুগু সিনেমায় ডেবিউ হবে এবং এই খবর প্রকাশের পরই তার অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রথম গান মুক্তির অনুষ্ঠানে বালকৃষ্ণর সঙ্গে উপস্থিত ছিলেন হর্ষালি। নতুন লুকে তাকে দেখে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হর্ষালি জানান, বড়পর্দায় ফিরে আসার জন্য তিনি বহুদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। তিনি ‘জনানি’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন, যা গল্পে বড় পরিবর্তন আনতে পারে বলে নির্মাণ সংক্রান্ত সূত্রে জানা গেছে।

আসন্ন ‘অখণ্ড ২’ সিনেমাটি হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালমসহ একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। ফলে এটি হর্ষালির জন্য বড় পরিসরে দর্শকের সামনে আত্মপ্রকাশের সুযোগ তৈরি করবে। ভক্তরা এখন নতুন অধ্যায়ে তার অভিনয় কতটা সফল হবে, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সূত্র: ভারতীয় গণমাধ্যম

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top