রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

মাহেশ বাবুর অসাধারণ অভ্যাসের প্রশংসা করলেন এস এস রাজামৌলি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৫:১৮

সংগৃহীত

 ভারতের খ্যাতনামা পরিচালক এস এস রাজামৌলি মাহেশ বাবুর একটি অনন্য অভ্যাসের কথা উল্লেখ করেছেন, যা তাঁর মতে সবার শেখার মতো। রামোজি ফিল্ম সিটিতে আয়োজিত মাহেশ বাবুর নতুন ছবি ‘বারাণসী’–এর শিরোনাম ঘোষণা অনুষ্ঠানে রাজামৌলি বলেন, “মাহেশ বাবু শুটিং বা অফিসে এলে মোবাইল ফোন স্পর্শও করেন না। তিনি টানা আট ঘণ্টা কাজ করেন এবং ফোনে চোখ রাখেন কেবল বাড়ি ফিরে। এ ধরনের মনোযোগ ও শৃঙ্খলা যে কোনো মানুষের জন্যই উপকারি।”

ছবিতে মাহেশ বাবুকে দেখা যাবে ‘রুদ্র’ চরিত্রে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছবির টাইটেল টিজার, যা সময়, ভূগোল ও আধ্যাত্মিকতার মিশেলে তৈরি করা হয়েছে। টিজার দেখেই বোঝা যায়, গল্পটি বিভিন্ন যুগ ও অঞ্চলে প্রবাহিত এবং এর কেন্দ্রে রয়েছে এক দেবতুল্য আবহ।

রাজামৌলি জানান, এই ছবিতে তারা প্রথমবারের মতো ব্যবহার করছেন নতুন প্রযুক্তি প্রিমিয়াম লার্জ স্কেল ফরম্যাট ফিল্মড ফর আইম্যাক্স, যা দর্শকদের দেবে এক অনন্য ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

সূত্র: এনডিটিভি।

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top