তরুণ সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর বিজয়ী: বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৫:১৯
ভারতের বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন তরুণ সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। আলিনগরে আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রকে ১১ হাজারের বেশি ভোটে হারিয়ে ২৫ বছর বয়সী মৈথিলী বর্তমানে বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক হয়েছেন।
বার্তাসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মৈথিলী বলেন, “এটা স্বপ্নের মতো। আমি আমার এলাকাবাসীর ঘরের মেয়ে হয়ে তাঁদের সেবা করব। আমি এখন শুধু আলিনগরকেই দেখতে পাচ্ছি এবং কীভাবে সেখানে কাজ করব, সেই ভাবনাচিন্তা করছি।” নির্বাচনের অল্প সময় আগে বিজেপিতে যোগ দেন মৈথিলী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাজে মুগ্ধতার কথা জানিয়েছেন।
২৫ জুলাই ২০০০ সালে মধুবনীতে জন্ম নেওয়া মৈথিলী একটি সংগীতসমৃদ্ধ পরিবারে বড় হয়েছেন। বাবা ও দাদার কাছে শাস্ত্রীয় ও লোকসংগীত শিখেছেন। ২০১১ সালে জি টিভির লিটল চ্যাম্পস, ২০১৫ সালে ইন্ডিয়ান আইডল জুনিয়র-এ প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৬ সালে ‘আই জিনিয়াস ইয়ং সিঙ্গিং স্টার’ প্রতিযোগিতা জয় করেন এবং পরে অ্যালবাম ‘ইয়া রাব্বা’ প্রকাশ করেন।
মৈথিলী ভোজপুরি, হিন্দিসহ একাধিক ভাষায় গান গেয়ে খ্যাতি অর্জন করেছেন। ২০২৪ সালে মায়ের সঙ্গে একটি গান প্রধানমন্ত্রী মোদিকে মুগ্ধ করেছিলেন এবং অযোধ্যায় রামমন্দির উদ্বোধনেও সেই গান পরিবেশন করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।