মিস ইউনিভার্সে আলোচনার শীর্ষে তানজিয়া জামান মিথিলা, ভোটে দেশবাসীর সহায়তা চাইলেন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৫:২০

সংগৃহীত

মিস ইউনিভার্সের ৭৪তম প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডের মঞ্চে সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং চমকপ্রদ পারফরম্যান্সের মাধ্যমে তিনি ইতোমধ্যেই সবার নজর কাড়ছেন। বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে মিথিলার নাম এখন আলোচনার শীর্ষে।

পিপলস চয়েস ভোটে কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে থাকা মিথিলা দেশবাসীর কাছে ভিডিওবার্তা দিয়ে অনুরোধ করেছেন, ভোট দেওয়া বন্ধ না করতে। তিনি বলেন, “বাংলাদেশ এখনো লড়াইয়ে আছে, আমি মঞ্চে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। দেশের মানুষের একটি ‘মিরাকল’ প্রয়োজন।”

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আরও একটি পোস্টে তিনি সবাইকে ১৯ নভেম্বর পর্যন্ত ভোট দিতে আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বারবার দ্বিতীয় স্থানে চলে যাচ্ছে, কারণ শক্তিধর দেশগুলো বিভিন্ন কৌশলে ভোট বাড়াচ্ছে। “আমাদের শক্তি হলো অসংখ্য মানুষ ও দেশপ্রেম,” তিনি বলেন।

এদিকে দেশের শোবিজ দুনিয়ার অনেক তারকা মিথিলার পক্ষে প্রচারণায় নেমেছেন। জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ আরও অনেকে তাকে সমর্থন জানিয়ে ভোট চাইছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top