শুটিংসেটে রক্তাক্ত তিয়াশা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৫:২১
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র দ্বিতীয় সিজনে শ্যুটিংয়ের সময় ঘটেছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। নতুন সিজনে প্রথম সিজনের মতো অভিনয় করছেন স্বস্তিকা ঘোষ ছাড়াও রাহুল মজুমদার, তিয়াসা লেপচা।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, একটি উত্তেজনাপূর্ণ দৃশ্যে তিয়াসার হাতে ছিল লোহার তৈরি বড় ফুলদানি। চিত্রনাট্য অনুযায়ী সেটি ছুঁড়ে ফেলার কথা ছিল। কিন্তু শ্যুটিংয়ের সময় ফুলদানিটি তিয়াসার হাঁটুতে আঘাত করে, ফলে সেখানে বড় আকারের কেটে যাওয়াসহ রক্তক্ষরণ শুরু হয়। দ্রুতই ইউনিট সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান এবং ইনজেকশন দেওয়া হয়।
ভারতীয় গণমাধ্যমকে তিয়াসা বলেন, “একটা বড় দুর্ঘটনা হতে পারত। কিন্তু এখন আমি অনেকটাই সুস্থ। হাঁটুর ব্যথা কমেছে এবং শ্যুটিংও তেমনভাবে ব্যাহত হচ্ছে না। তবে একটু বেশি সাবধানে থাকতে হচ্ছে।”
প্রসঙ্গত, তিয়াসা লেপচা ছোটপর্দায় ‘কৃষ্ণকলি’-এর শ্যামা চরিত্র থেকে যাত্রা শুরু করেছিলেন। পরে ব্যক্তিগত জীবনের ওঠাপড়া ও বিচ্ছেদের পরও তিনি অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।