রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

যেসব অভিযোগে মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৬:১৩

সংগৃহীত

ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ গত ১০ নভেম্বর অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ করা এবং হত্যার হুমকি দেওয়া।

মামলার বাদী আমিরুল ইসলাম জানান, আদালতে হাজির হওয়ার দিন ঠিক থাকলেও আসামিরা উপস্থিত হননি। এজন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আগামী ১৮ ডিসেম্বর গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, দীর্ঘদিনের পরিচয়ের ভিত্তিতে মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার প্রলোভনে আমিরুল ইসলাম নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা প্রদান করেন। এরপর ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় টাকা ফেরত চাওয়া শুরু করলে, গত ১১ ফেব্রুয়ারি ও ১৬ মার্চ তিনি পাওনা টাকা চাইতে গেলে মেহজাবীন ও তার ভাইসহ কয়েকজন তাকে গালিগালাজ ও প্রাণহানির হুমকি দেন।

এই ঘটনার পর আমিরুল ইসলাম ভাটারা থানায় যোগাযোগ করলে আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়। মামলাটি ২৪ মার্চ ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন, “অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন মামলা সংক্রান্ত খবর ছড়িয়ে পড়েছে। সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ, দয়া করে যাচাইহীন ও সত্যতা-বিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top