আসছে ‘ব্ল্যাক প্যান্থার ৩
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৪৫
বহুদিনের জল্পনা-কল্পনার শেষ হলো অবশেষে। মার্ভেল ভক্তদের অপেক্ষায় থাকা উত্তেজনা আরও বাড়িয়ে পরিচালক রায়ান কুগলার নিজেই ইঙ্গিত দিলেন—ফিরে আসছে ‘ব্ল্যাক প্যান্থার’। তৃতীয় কিস্তি নিয়ে নানা গুঞ্জনকে সামনে এনে কুগলারের মন্তব্যে পরিষ্কার, ওয়াকান্ডার দরজা আবার খুলতে চলেছে।
‘সিনার্স’ ছবির প্রচারের মাঝে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তৃতীয় কিস্তি নিয়ে প্রশ্নের মুখোমুখি হন কুগলার। জবাবে তিনি বলেন, “পুরোপুরি হ্যাঁ-ও বলছি না, আবার না-ও বলছি না। তবে আমরা বিষয়টি নিয়ে জোরদার কাজ করছি। এটা আমাদের পরবর্তী ছবি।” তার এই মন্তব্য মার্ভেল ভক্তদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে।
এদিকে, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অস্কারজয়ী তারকা ডেনজেল ওয়াশিংটন। কিছুদিন আগেই ডেনজেল জানান, কুগলার নাকি তার জন্য ‘ব্ল্যাক প্যান্থার ৩’-এ একটি বিশেষ চরিত্র লিখছেন। অনুষ্ঠানটির পর কুগলারও সেই ইঙ্গিতকে আরও স্পষ্ট করে বলেন, “ডেনজেলের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। তিনি আগ্রহ দেখালেই আমরা ছবিটি নিয়ে এগোতে প্রস্তুত।”
২০১৮ সালে চ্যাডউইক বোসম্যান অভিনীত প্রথম ‘ব্ল্যাক প্যান্থার’ শুধু সুপারহিরো চলচ্চিত্র ছিল না—এটি হয়ে ওঠে আফ্রো-ফিউচারিজম, সংস্কৃতি ও প্রতিনিধিত্বের এক বৈপ্লবিক প্রতীক। ২০২০ সালে বোসম্যানের মৃত্যুর পর তৈরি হয় ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’, যেখানে শুরি নতুন ব্ল্যাক প্যান্থারের দায়িত্ব নেন এবং রামোন্ডার মৃত্যু পুরো গল্পকে আবেগী পরিণতিতে পৌঁছে দেয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।