খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৮:২৮
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তির জন্য দেশজুড়ে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রার্থনা চলছে।
এই প্রার্থনার ধারাবাহিকতায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও দোয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (৩০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন।’
তার পোস্টে সাড়া দিয়ে অনেক নেটিজেন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। মন্তব্যের ঘরেও দেখা গেছে দোয়া ও শুভকামনার বার্তা।
এর আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল এবং অভিনেত্রী তমালিকা কর্মকারও পৃথক পোস্টে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।