সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

কাভার্ডভ্যানচাপায় বিএনপি নেতা নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০

সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ডভ্যানচাপায় সাহাদুল ইসলাম (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় সরকারি খাদ্য গুদামের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাদুল ইসলাম শালিকাদহ গ্রামের বাসিন্দা এবং ঘোড়াঘাট বুলাকীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। এলাকায় তার মিল-চাতালের ব্যবসা রয়েছে।

নিহতের ভাতিজা আরিফুর ইসলাম জানান, সকালে সাহাদুল ইসলাম মোটরসাইকেলে করে বাড়ি থেকে ব্যবসায়িক কাজে বের হন। কানাগাড়ি বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, নিহতের ভাতিজা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top