খালেদা জিয়া ‘সংকটাপন্ন’: তথ্য প্রকাশে সতর্কতা বিএনপির
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দলের ভেতরে চরম উদ্বেগ। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান জানিয়েছেন, ম্যাডাম ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ আছেন। তিনি দেশবাসীর কাছে শুধু দোয়া চেয়েছেন।
চেয়ারপারসনের সাবেক প্রেস সচিবের একটি ফেসবুক পোস্টে জানা যায়, ম্যাডামকে নাকি আইসিইউতে ভেন্টিলেশনে সাপোর্ট দেওয়া হচ্ছে। এই পোস্ট ছড়িয়ে পড়তেই দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ আরও বাড়ে। তবে দলের পক্ষ থেকে তথ্য প্রকাশে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন: চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না দিলে, যেন কোনো বিভ্রান্তিকর তথ্য বা গুজব প্রচার না করা হয়। তিনি নিশ্চিত করেন, খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য কেবল ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন ছাড়া অন্য কারও বক্তব্য ব্যবহার না করতে।
৮১ বছর বয়সী খালেদা জিয়া লিভার, কিডনিসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থার ক্রমাগত অবনতিতে দলের উদ্বেগ আরও বাড়ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।