রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’:টিকিটের দাম দেখে দর্শক হতবাক
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯
বলিউড অভিনেতা রণবীর সিং প্রায় আড়াই বছর পর বড় পর্দায় ফিরছেন। তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’ ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। এর আগেই সিনেমার অগ্রিম বুকিং ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, সিনেমার আংশিক অগ্রিম বুকিং শুরু হয় ২৯ নভেম্বর, এবং ৩০ নভেম্বর থেকে পুরোপুরি বুকিং চলছে। ১ ডিসেম্বর সকাল ১১টা পর্যন্ত অগ্রিম বুকিং থেকে মোট আয় হয়েছে ৪৫ লাখ ৮ হাজার রুপি (ব্লক সিট ছাড়া)। মোট বিক্রি হয়েছে ৯,২০০টি টিকিট। বিশেষ করে দিল্লিতে উদ্বোধনী দিনের জন্য টিকিট বিক্রি হয়েছে ১১ লাখ রুপির, আর মুম্বাইয়ে বিক্রি হয়েছে ৪ লাখ রুপির।
মুম্বাইয়ের কিছু মাল্টিপ্লেক্সে একটি টিকিটের দাম ২,০০০ রুপি পর্যন্ত, করের সাথে দাম আরও বৃদ্ধি পায়। কলকাতার কিছু হলে টিকিটের দাম ৫৭৫ রুপি। এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর টিকিটের দাম ১,৭০০ থেকে ২,১০০ রুপি পর্যন্ত উঠেছিল।
এর আগে শোনা যায়, সিনেমাটি মেজর মোহিত শর্মার জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। তবে তার পরিবারের অভিযোগ, ছবির অনেক অংশ তাদের সন্তানের জীবনের সঙ্গে মিলে যায়, কিন্তু তাদের কিছু জানানো হয়নি। পরিচালক আদিত্য ধর এই অভিযোগ মানেননি। বিতর্কের মাঝেও সিনেমাটি নির্ধারিত সময়েই মুক্তি পাচ্ছে।
সিনেমায় রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, পারেশ রাওয়াল, দিব্যেন্দু শর্মা ও ভূমি পেডনেকর।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।