মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

দীপিকার ‘৮ ঘণ্টা কাজ’ মন্তব্যে বিতর্ক, মুখ খুললেন মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৯

সংগৃহীত

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি কাজে ৮ ঘণ্টার বেশি সময় না দেওয়ার ঘোষণা দিলে তা ঘিরে বলিউড থেকে টলিউড পর্যন্ত তুমুল বিতর্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য দ্রুত ভাইরাল হয়। কেউ দীপিকার এই অবস্থানকে পেশাদারিত্বের অভাব বলে সমালোচনা করেন, আবার কেউ এটিকে কর্মঘণ্টা নির্ধারণের পক্ষে শক্ত ভিত্তি হিসেবে দেখছেন।

এই আলোচনা-সমালোচনার মধ্যেই এবার নীরবতা ভাঙলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও ‘ড্যান্সিং কুইন’ খ্যাত মাধুরী দীক্ষিত। বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের কাজের প্রতি ভালোবাসা ও দীর্ঘসময় কাজ করার অভ্যাসের কথা অকপটে তুলে ধরেন।

মাধুরী জানান, তার আসন্ন সিনেমা ‘মিসেস দেশপান্ডে’-র শুটিং চলাকালে প্রায় প্রতিদিনই তাকে ১২ ঘণ্টারও বেশি সময় সেটে থাকতে হয়েছে। তিনি বলেন,

‘যখন “মিসেস দেশপান্ডে” ছবিটির শুটিং চলছিল, তখন প্রায় প্রতিদিনই ১২ ঘণ্টারও বেশি কাজ করতাম। আমি ভীষণ ওয়ার্কহোলিক। কাজ ছাড়া কিছুই বুঝি না।’

তবে কাজের সময় নিয়ে ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর কথাও বলেন তিনি। মাধুরীর ভাষায়,

‘হয়তো আমি অনেকটাই আলাদা। কিন্তু কারো যদি নির্দিষ্ট সময়ের বেশি কাজ না করার সিদ্ধান্ত থাকে, তিনি সেটি বলতেই পারেন। প্রত্যেকেরই নিজের জীবন আছে এবং নিজের কথা বলার অধিকারও রয়েছে।’

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top