শাকিবের উপদেশে বদলে গেলেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৯:১১
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। কিছুটা বিরতির পর আবারও তিনি ফিরেছেন আরও আত্মবিশ্বাসী, স্টাইলিশ ও গ্ল্যামারাস অবয়বে। ওজন কমিয়ে নতুন লুকে হাজির হওয়ায় ভক্তদের দৃষ্টি এখন তার দিকেই। সিনেমার শুটিং, শোরুম ও পার্লার উদ্বোধন— সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা।
সম্প্রতি রাজধানীতে একটি পার্লার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের পরিবর্তন, সৌন্দর্য এবং ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। তবে এবার একেবারে স্পষ্ট জানালেন— ব্যক্তিজীবন নিয়ে আর কোনো বিতর্কে জড়াতে চান না।
অপু বিশ্বাস বলেন,
“আমি এমন কোনো কথা বলতে চাই না, যা আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করবে বা বিতর্ক তৈরি করবে। মিডিয়ায় এমন কিছু তুলব না, যা আমার পেশাজীবনে নেতিবাচক প্রভাব ফেলে।”
নিজের গ্ল্যামার ও সৌন্দর্যের রহস্য জানাতে গিয়ে হাসিমুখে অপু বলেন,
“আমি মনে করি মানুষ ভালোবাসা পেলে আরও সুন্দর হয়। আমি আমার ভক্ত আর ভালোবাসার মানুষদের ভালোবাসা পেয়ে সুন্দর হয়েছি।”
অনুষ্ঠানে সাংবাদিকরা যখন আব্রাহাম খান জয় ও শাকিব খান— বাবা-ছেলের সম্পর্ক নিয়ে জানতে চান, তখন অপু হেসেই পাল্টা প্রশ্ন করেন,
“আচ্ছা, বাবা-ছেলের সম্পর্ক কেমন— এটা কি প্রশ্ন করার মতো বিষয়?”
এর পরই তিনি জানান, ব্যক্তিজীবনকে পেশা থেকে আলাদা রাখার উপদেশটি পেয়েছেন সুপারস্টার শাকিব খানের কাছ থেকে।
অপু বলেন,
“আমাকে লিটারেলি তিনি (শাকিব খান) বলেছেন— ‘তুমি যখন ক্যামেরার সামনে যাবে, তখন তুমি শুধু অপু বিশ্বাস। তোমার প্রফেশনকে প্রাধান্য দেবে, ব্যক্তিজীবনকে নয়।’ তারই পরামর্শে আমিও এখন ব্যক্তিজীবন থেকে পেশাকে আলাদা রাখছি।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।