সম্পদে স্বামীকে ছাড়িয়ে সামান্থা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২৫
তামিল, তেলুগু ও হিন্দি সিনেমায় চুটিয়ে কাজ করছেন সামান্থা রুথ প্রভু। গত সোমবার গোপনে পরিচালক রাজ নিদিমারুর সঙ্গে বিয়ে সম্পন্ন করেছেন তিনি। বিয়ের পর থেকে এই তারকা দম্পতি বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামান্থার বিলাসবহুল জীবনযাত্রা এবং একাধিক সম্পত্তি মিলিয়ে তার ক্যারিয়ারে আকাশছোঁয়া সাফল্য। তেলঙ্গানার জুবিলি হিলসে তাঁর একটি বাংলোর মূল্য প্রায় ৮০ কোটি রুপি। সম্প্রতি মুম্বাইতে ১৫ কোটি রুপিতে একটি ফ্ল্যাট কিনেছেন। হায়দরাবাদে আরও একটি বাংলো এবং একটি ফ্ল্যাট রয়েছে, যার মূল্য প্রায় ৮ কোটি রুপি।
বিলাসবহুল জীবনযাত্রার অংশ হিসেবে সামান্থার সংগ্রহে রয়েছে মার্সিডিজ়, পোর্শে, বিএমডব্লিউ এবং রেঞ্জ রোভারসহ একাধিক প্রিমিয়াম গাড়ি। এছাড়া তিনি বিভিন্ন ব্র্যান্ডের প্রচারদূত হিসেবে বছরে প্রায় ৮ কোটি রুপি আয় করেন। সবমিলিয়ে তার মোট সম্পত্তি শত কোটির ওপরে।
অন্যদিকে, রাজ নিদিমারু মূলত ক্যামেরার পেছনের মানুষ। ‘গো গোয়া গন’, ‘শোর: ইন দ্য সিটি’ এবং ‘গানস এন্ড গুলাব্স’-এর মতো সিনেমার পরিচালক হলেও তাকে চলচ্চিত্র জগতের মূল পরিচয় দিয়েছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘ফার্জি’ এবং ‘সিটাডেল: হানি বানি’ সিরিজ। রাজের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮০ কোটি রুপি।
সামান্থার চমকপ্রদ সম্পদ ও পারিশ্রমিকের কারণে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এই দম্পতিতে অর্থের ক্ষেত্রে সামান্থা স্বামীর চেয়ে সামান্য এগিয়ে রয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।