শুভ–ঐশী অন্তরঙ্গ দৃশ্যে শুটিং করতে গিয়ে অস্বস্তিতে পরেন!
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৩
ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী-এর একটি অন্তরঙ্গ ছবি নেটিজেনদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সিনেমা সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপগুলোতে তাদের ছবি নিয়ে বিশ্লেষণ চলছে।
এই দৃশ্যের শুটিং হয়েছে পাবনায়, সিনেমার নাম ‘নূর’। নির্মাতা রায়হার রাফী শুটিংয়ের আগে নায়ক–নায়িকার সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন এবং তারা সানন্দে রাজি হয়েছেন। তবে শুটিং শুরু হওয়ার পর কিছুটা অস্বস্তি তৈরি হয়, যার ফলে দৃশ্যটি এমনভাবে ধারণ করা হয় যাতে পর্দায় কোনো অস্বস্তি না দেখা দেয়।
সিনেমার ‘স্বপ্ন’ শিরোনামের গানটি মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। শুভ–ঐশী জুটির এটি তৃতীয় সিনেমা; এর আগে তারা ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’-এ একসাথে কাজ করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।