বাবা হওয়ার আনন্দে আবেগপ্রবণ বিক্রান্ত ম্যাসি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১৩
বলিউডে তীব্র অভিনয়ের জন্য পরিচিত বিক্রান্ত ম্যাসি, বাস্তব জীবনে এখন নতুন বাবার দায়িত্বে আবদ্ধ। ২০২৪ সালে স্ত্রী শীতল ঠাকুরের কোলে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বরদান। এই নতুন দায়িত্ব ও রাতভোর জেগে থাকা অভিজ্ঞতায় নিজেকে তিনি নতুনভাবে আবিষ্কার করছেন।
ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিক্রান্ত জানিয়েছেন, “বাবা হিসেবে সন্তানকে যতটা ভালোবাসা দিতে পারি, মায়ের ভূমিকা সত্যিই অতুলনীয়। শীতলকে ৩০ ঘণ্টা ধরে প্রসবযন্ত্রণা সহ্য করতে দেখার পর আমার উপলব্ধি আরও গভীর হয়েছে।” তিনি আরও বলেন, “আমি শীতলকে ১০ বছর ধরে চিনি। সেই ছোট মেয়েটিকে গর্ভাবস্থার সময় দেখেছি। ৩০ ঘণ্টা ধরে চলা প্রসবযন্ত্রণা সহ্য করা সত্যিই, মেয়েরা অনেক কিছু সহ্য করে।”
বিক্রান্ত জানান, পরিবার গড়ার স্বপ্ন তিনি সবসময়ই দেখেছেন এবং শীতলকে সঙ্গী হিসেবে পেয়ে সেই স্বপ্ন বাস্তব হয়েছে। সঠিক সঙ্গী খুঁজে পাওয়ার পর তার জীবনে কখনো কমিটমেন্ট ফোবিয়া কাজ করেনি।
উল্লেখ্য, বিক্রান্ত ম্যাসি ও শীতল ঠাকুর একে অপরকে চেনেন ২০১৫ সাল থেকে। দীর্ঘ প্রেমের পর ২০২২ সালের ভ্যালেন্টাইন সপ্তাহে তাদের আইনি বিয়ে সম্পন্ন হয় এবং তিন দিন পর সামাজিক রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েন এই জনপ্রিয় জুটি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।