বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেলেন পোলিশ শিশু অভিনেতা নিকোডেম মারেস্কি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১৫

সংগৃহীত

পোল্যান্ডের শিশু অভিনেতা নিকোডেম মারেস্কি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ২৬ নভেম্বর ক্রাকো শহরে তার স্কুল বাস থেকে নামার সময় দুর্ঘটনার শিকার হন নিকোডেম। গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন, ২৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিকোডেম মাত্র ১১ বছর বয়সে এই পৃথিবী থেকে বিদায় নিলেন। তিনি বহু চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পুরস্কারজয়ী যুদ্ধভিত্তিক মহাকাব্য ‘হোয়াইট কারেজ’ এবং নেটফ্লিক্সের হরর সিরিজ ‘ক্র্যাকো মনস্টারস’।

পরিবার এক বিবৃতিতে জানিয়েছেন, “গভীর দুঃখ ও আক্ষেপের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের প্রিয় পুত্র, ভাই এবং নাতি নিকোডেম মারেস্কি ২৭ নভেম্বর মারা গেছে।”

নিকোডেমের প্রাথমিক বিদ্যালয়ও তাদের ওয়েবসাইটে শোক প্রকাশ করেছে। স্কুলের পক্ষ থেকে বলা হয়েছে, “আমাদের সমবেদনা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি।” সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেছেন, ‘উঁচুতে ওড়ো, দেবদূত’।

‘হোয়াইট কারেজ’ ছবির পরিচালক মার্সিন কোশালকা নিকোডেমের মৃত্যুকে বিশাল ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “কিশোরটি খুব প্রতিভাবান ছিল এবং আগামীতে তার জন্য একটি বিশাল জগৎ উন্মোচিত হচ্ছিল।” নিকোডেম মূলত ‘হোয়াইট কারেজ’ ছবিতে প্রধান নায়কের ভাইয়ের চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top