বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

তাসনিয়া ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম গান ‘মন গলবে না’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১৬

সংগৃহীত

ছোটপর্দা ও বড়পর্দায় অভিনয় এবং সংগীতশিল্পী হিসেবে সাফল্যের পর এবার প্রযোজক হিসেবেও অভিষেক ঘটাচ্ছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী তাসনিয়া ফারিণ। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’-এর প্রথম গান ‘মন গলবে না’ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মুক্তি পেতে যাচ্ছে।

২০২৪ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘ইত্যাদি’-তে তাহসানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হব’ গানটি গেয়ে ফারিণের সংগীতশিল্পী হিসেবে অভিষেক ঘটে। সেই গান নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। এবার সেই ধারাবাহিকতায় নতুন গান নিয়ে ফিরছেন ফারিণ।

কিংবদন্তি গীতিকার কবির বকুল-এর লেখা এই গানে ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল। গতবারের মতো গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন ইমরান। ভিডিওতে মডেল হয়েছেন ফারিণ ও ইমরান, এবং ভিডিওটির নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ।

গত শুক্রবার (২৮ নভেম্বর) রাতে গানের একটি টিজার প্রকাশ করেছে ‘ফড়িং ফিল্মস’। ফারিণ নিজেও গানের প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি গানের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আমার মন ইস্পাতের তৈরি। তাই তোমার জন্য গলবে না।”

ফারিণের নতুন গান ‘মন গলবে না’ শোনা যাচ্ছে তার প্রযোজনা দক্ষতা এবং সংগীত প্রতিভার নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top