শাকিব খানের ‘প্রিন্স’-এ নাসির উদ্দিন খান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯
‘অ্যালেন স্বপন’ চরিত্রের মাধ্যমে সিরিজে বিপুল জনপ্রিয়তা পাওয়া অভিনেতা নাসির উদ্দিন খান এবার হাজির হচ্ছেন নতুন রূপে। প্রথমবারের মতো বড় পর্দায় শাকিব খানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ঈদুল ফিতরের বড় প্রজেক্ট ‘প্রিন্স’–এ দেখা যাবে তাকে এক গুরুত্বপূর্ণ নেতিবাচক চরিত্রে।
তবে এটি প্রচলিত কোনো খলচরিত্র নয়। নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, পুরো অ্যাকশন–ড্রামাভিত্তিক কাহিনিতে নাসির উদ্দিন খানের চরিত্রটি বুদ্ধিদীপ্ত, কৌশলী ও গভীরভাবে প্রোথিত। গল্পের মোড় ঘোরানো এবং নায়কের সামনে নানা জটিলতা তৈরি করার দায়িত্বও তার ওপর।
নির্মাতা বলেন, “প্রচলিত ভিলেন নয়; গল্পটিকে সামনে এগিয়ে নিতে নাসির ভাইয়ের চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এদিকে ‘প্রিন্স’-এর শুটিং শুরু হবে ১৫ ডিসেম্বর। শুটিংয়ের প্রথম দিনেই প্রকাশ করা হবে নাসির উদ্দিন খানের নতুন লুক।
শাকিব খানের বিপরীতে থাকছেন তাসনিয়া ফারিণ ও ভারতের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও এক নারী চরিত্র থাকছে, যার নাম এখনো প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।