বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

পুরস্কার নেওয়ার দিনেই ইরানি নির্মাতার কারাদণ্ড

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৮:২০

সংগৃহীত

ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সঙ্গে তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন পানাহির আইনজীবী।

তবে রায় ঘোষণার দিনেই নিউইয়র্কে অবস্থান করছিলেন জাফর পানাহি। সেখানে তিনি অংশগ্রহণ করছিলেন গথাম অ্যাওয়ার্ডস-এ তার নতুন ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’–এর তিনটি পুরস্কার গ্রহণ করতে। তিনি অর্জন করেন সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র সম্মাননা। উল্লেখ্য, সিনেমাটির অস্কার মনোনয়ন পাওয়ারও সম্ভাবনা রয়েছে।

৬৫ বছর বয়সী পানাহি এর আগে দুই দফা কারাবন্দি হয়েছেন। ইরানে তার ওপর আগে থেকেই চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা এবং ভ্রমণ সীমাবদ্ধতা ছিল। নতুন দণ্ড ঘোষণার আগে তিনি এক সাক্ষাৎকারে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

গথাম অ্যাওয়ার্ডস মঞ্চে তিনি নতুন সাজা নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি সেই সব নির্মাতাদের প্রতি শ্রদ্ধা জানান, যারা নিজের জীবন ঝুঁকিতে ফেলে নীরবে কাজ করে যান।

উল্লেখ্য, ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ সিনেমাটি ইরানে গোপনে, সরকারের নজরদারি এড়িয়ে নির্মাণ করা হয়েছে। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে এই সিনেমার জন্য পানাহি স্বর্ণপাম জয়ী হন। সমালোচকদের মতে, জাফর পানাহির জীবন ইরানের সংস্কৃতি ও রাজনৈতিক টানাপড়েনের একটি স্পষ্ট প্রতিচ্ছবি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top