সানি লিওনের ব্যতিক্রমী রূপে বিশ্ব এইডস দিবস উদযাপন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫২
বলিউডের আলোচিত-সমালোচিত তারকা সানি লিওন আবারো চমকে দিলেন ভক্তদের। গ্ল্যামার, স্টাইল কিংবা ব্যক্তিজীবনের গল্প—সবসময়ই আলোচনায় থাকেন তিনি। তবে এবার তিনি হাজির হলেন এক ভিন্নমুখী বার্তা নিয়ে। রূপ-লাবণ্যের চমক নয়, বরং জনসচেতনতার বার্তা পৌঁছে দিতে তিনি বেছে নিলেন এক অনন্য ফ্যাশন উপস্থাপনা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একটি বিশেষ ফ্যাশন অনুষ্ঠানে ক্রিস্টালখচিত সিলভার পোশাক পরে র্যাম্পে হাঁটেন সানি লিওন। তার সঙ্গে ছিল গোলাপি রঙের একটি মিনি ওভারস্কার্ট। র্যাম্পে হেঁটে আসতে আসতে তিনি খুলে ফেলেন ওই ওভারস্কার্টটি, প্রকাশ পায় সম্পূর্ণ ক্রিস্টাল দিয়ে তৈরি রুপালি পোশাকটি। কিন্তু আসল চমক ছিল স্কার্টটিতে—সারি সারি ঝুলছে কন্ডোমের প্যাকেট! উপস্থিত দর্শকরা বিস্ময় চাপতে পারেননি।
তবে এটি কেবল চমক দেওয়ার জন্য নয়। ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবসে ফ্যাশনের মাধ্যমেই সচেতনতার বার্তা দিতে চেয়েছেন সানি। কন্ডোম ব্যবহারের গুরুত্ব, এইচআইভি ও এইডস প্রতিরোধে নিরাপদ অভ্যাস—এসবকেই তিনি তুলে ধরেছেন বিশেষ পোশাকের মাধ্যমে। বার্তা দিয়েছেন—জাঁকজমক বা আধুনিকতার দৌড়ে সুরক্ষা ভুলে গেলে চলবে না।
এদিকে, সানি লিওনকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালের ‘ব্যাডাস রবি কুমার’ সিনেমায়। নির্মাতা কিথ গোমস পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন হিমেশ রেশমিয়া, কীর্তি কুলহারি ও জনি লিভারসহ অনেকে।
সানি লিওনের জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে— জিসম ২ (২০১২), জ্যাকপট (২০১৩), রাগিনী এমএমএস ২ (২০১৪), এক পেহেলি লীলা (২০১৫), তেরা ইন্তেজার (২০১৭) প্রভৃতি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।