রাকুল প্রীত সিংয়ের রঙিন ছুটি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৩:০৫
বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। তার সঙ্গে আছেন স্বামী জ্যাকি ভগনানি ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। রোদ, সমুদ্র আর নীল আকাশে ঘেরা এই দ্বীপদেশের মনোরম মুহূর্তগুলো একের পর এক শেয়ার করছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। আর তার সেই ভোকেশন ডায়েরি ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সপ্তাহের শুরুতে ওভারওয়াটার ভিলার মোহময় দৃশ্য দেখানোর পর রাকুল এবার শেয়ার করেছেন আরও কিছু ছবি, যেখানে ভ্রমণ ও ফ্যাশনের অনবদ্য সমন্বয় নজর কেড়েছে সবার। উজ্জ্বল রঙের পোশাক, আরামদায়ক স্টাইল ও বিচ-ফ্রেন্ডলি অ্যাকসেসরিজে সাজিয়ে তুলেছেন নিজের ছুটির লুক।
সবচেয়ে নজর কাড়ে একটি ট্রপিক্যাল-প্রিন্ট মনোকিনিতে তোলা ছবি। নীল-অলিভ টোনের ওই মনোকিনির সঙ্গে ছিল ম্যাচিং ছোট স্কার্ট। ডার্ক সানগ্লাস ও মিলিয়ে পরা চুড়ি পুরো লুকটিকে দিয়েছে বাড়তি গ্ল্যামার। আরেকটি ছবিতে তিনি দেখা দিয়েছেন ফুলেল ব্যান্ডিউ টপ ও সারং-স্টাইল স্কার্টে, সঙ্গে প্রশস্ত স্ট্র হ্যাট—যা তার ছুটির মোডকে আরও উজ্জ্বল করেছে।
এছাড়া হালকা নীল-সাদা পিনস্ট্রাইপড কো-অর্ড সেট পরে স্বচ্ছ পানির ভেতর হাঁটার মুহূর্তটিও ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী।
ছুটি উপভোগের পাশাপাশি ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন রাকুল প্রীত সিং। সম্প্রতি ‘দে দে পেয়ার দে-২’–এ তার অভিনয় প্রশংসিত হয়েছে। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ‘পতি পত্নী অউর ওহ-২’, যেখানে আয়ুষ্মান খুরানা, সারা আলী খান ও ওয়ামিকা গাব্বির সঙ্গে অভিনয় করবেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।