বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

‘তারিফা’ গানের পেছনের অস্বস্তির গল্প শোনালেন স্বরা ভাস্কর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৩:০৭

সংগৃহীত

পর্দায় ঝলমলে গ্ল্যামার আর বাস্তবে ব্যক্তিগত অনুভূতির পার্থক্য কতখানি গভীর হতে পারে—তা আবারও প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ২০১৮ সালের জনপ্রিয় সিনেমা ‘ভির দ্য ওয়েডিং’–এর হিট গান ‘তারিফা’–তে তাকে যেমন লাস্যময়ী ও আত্মবিশ্বাসী লাগছিল, বাস্তবের অভিজ্ঞতা ছিল ঠিক তার উল্টো। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সেই গানের সুইমস্যুট পরা দৃশ্যের সময় তিনি এতটাই অস্বস্তিতে ছিলেন যে পুরো শুটিংজুড়েই তোয়ালে জড়িয়ে রাখতে বাধ্য হয়েছিলেন।

স্বরা বলেন, গানের জন্য যে স্নানপোশাকটি তাকে দেওয়া হয়েছিল, তা তার কাছে ছিল ‘অত্যন্ত কুরুচিকর’ এবং ‘অস্বস্তিকর’। পোশাকটি এতটাই ছোট ছিল যে নিজেকে প্রায় ‘অর্ধনগ্ন’ মনে হচ্ছিল তার। তিনি বলেন, “ভির দ্য ওয়েডিং ছবিতে আমাকে পুরো সময়টাই গ্ল্যামারাস থাকতে হয়েছে। ওজন কমানোর চাপও ছিল। কিন্তু যে সুইমস্যুট আমাকে পরানো হয়েছিল, সেটা এতটাই ছোট যে লজ্জায় আমি সেটে যেতে পারছিলাম না।”

শুটিং সেটে পৌঁছানোর সময় নিজেকে ঢাকার উপায় হিসেবে তোয়ালেই ছিল তার একমাত্র ভরসা। স্বরা বলেন, “মেকআপ শেষে ভ্যানিটি ভ্যান থেকে সেট পর্যন্ত তোয়ালে জড়িয়ে যেতাম, যাতে কেউ ওই অবস্থায় আমাকে না দেখে।”

উল্লেখ্য, ‘তারিফা’ গানে স্বরার সহ-অভিনেত্রী কারিনা কাপুর খান ও সোনম কাপুরও সাহসী পোশাকে উপস্থিত হয়েছিলেন। তারা স্বাচ্ছন্দ্যবোধ করলেও স্বরা সেই পোশাকে স্বাচ্ছন্দ্য পাননি। পর্দায় যে আত্মবিশ্বাসী লুক দেখা গিয়েছিল, তার আড়ালে লুকিয়ে ছিল অস্বস্তি, লজ্জা ও চাপ—তা এতদিন পর প্রকাশ করলেন অভিনেত্রী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top