শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৫:০১
ঢাকার বাইরে নিভৃত লোকেশনে চুপিসারে শুটিং হচ্ছে আসন্ন এক্সনধর্মী সিনেমা ‘মালিক’। শুটিং ইউনিট পুরো বিষয়টি গোপন রাখতে চাইলেও সামাজিক মাধ্যমে সিনেমার কয়েকটি দৃশ্য ফাঁস হয়ে গেছে।
শুটিংয়ের সময়ই আকস্মিক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে নিয়ন্ত্রিত আগুন ব্যবহার করার পরিকল্পনা থাকলেও, শুটিং চলাকালীন আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাঁর পায়ে আগুন লেগে কিছুক্ষণের জন্য শিখা আরো উঁচু হয়।
ইউনিট সূত্রে জানা যায়, শুভ প্রথমে নিজেই আগুন নিভানোর চেষ্টা করেন। কিন্তু তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একসময় মাটিতে লুটিয়ে পড়েন। তখন ইউনিট সদস্যরা এগিয়ে এসে আগুন নিভান। যদিও আগুন নিভে যায়, তবে তাঁর পায়ে দগ্ধচিহ্ন পড়ে।
পরিচালক সাইফ চন্দন শুট বন্ধের সিদ্ধান্ত নিলেও, আরিফিন শুভ প্রাথমিক চিকিৎসা নিয়ে সেদিনের সব শুট শেষ করেন। সূত্র বলছে, পায়ে ক্ষত থাকা সত্ত্বেও তিনি এখনো নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন। পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আনুষ্ঠানিক মন্তব্য করতে চাননি।
‘মালিক’ সিনেমার জন্য ঈদুল ফিতরের মুক্তির প্রস্তুতি চলছে। সিনেমায় আরিফিন শুভর বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম, এবং চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।