খুনের হুমকি পাচ্ছেন সামান্থার মেকআপ আর্টিস্ট

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯

সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু গত সোমবার দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিনীতি মেনে সামান্থা এবং বলিউড পরিচালক রাজ নিদিমরুর বিয়ে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের সম্পর্কের পর, তেমন কোনো আড়ম্বর ছাড়াই একটি ছিমছাম আয়োজনে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অন্যদিকে, সামান্থার প্রাক্তন মেকআপ আর্টিস্ট সাধনা সিং তার বিয়ের দিন একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন, যেখানে তিনি লিখেছেন, “ভিলেন হয়ে ভালোই ভিকটিম সাজা হচ্ছে।” এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সামান্থার ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করে।

সাধনা সিং অভিযোগ করেছেন, এই পোস্টের পর থেকে বিভিন্ন সামাজিক অ্যাকাউন্ট থেকে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। তিনি সম্প্রতি সেই হুমকির স্ক্রিনশট প্রকাশ করে লিখেছেন, “এই হচ্ছে শিক্ষিত, হতাশ মানুষের উদাহরণ। সারাদিন আমার খোঁজ নিয়ে খুনের হুমকি দিচ্ছে।”

সাধনা এবং সামান্থা একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কিন্তু সামান্থার প্রীতম জুকালকের সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন ও সম্পর্ক নিয়ে প্রচার চলার পর তাদের সম্পর্ক শীতল হয়ে যায় এবং সাধনা সামাজিক মাধ্যমে তাকে আনফলো করেন। সামান্থা বা তার টিমের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top