বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

শীতে প্রেমিকের হুডি চুরি করতাম, এবার কিনতে হবে:অভিনেত্রী সৌরসেনী মিত্র

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৩১

সংগৃহীত

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সৌরসেনী মিত্র ও ব্যবসায়ী নিখিল জৈন সম্পর্ককে ঘিরে নতুন জল্পনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই তাদের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় কিছুদিন ধরেই আলোচনা চলছিল। নিখিল জৈন, যিনি এক সময় অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহানের সঙ্গে বিবাহিত ছিলেন, তার সঙ্গে সৌরসেনীর ঘনিষ্ঠতা ২০২৩ সালে বারাণসীতে একটি বিজ্ঞাপনী শুটিংয়ের সময় বেড়ে যায়। পরবর্তীতে তারা একাধিক পার্টিতে একসঙ্গে দেখা গেছে।

বিশেষ করে, ২০২৪ সালের নভেম্বরে ইডেন গার্ডেনে ভারত ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচের দিন তাদের একসঙ্গে উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ২০২৫ সালের ১ জানুয়ারি, নতুন বছরের শুভেচ্ছা জানাতে সৌরসেনী নিজেই ইনস্টাগ্রামে নিখিলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন, যা সম্পর্কের সত্যতার ইঙ্গিত দেয়।

তবে সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরসেনী শীতকালকে কেন্দ্র করে আক্ষেপের সঙ্গে বলেন,

“একটা জিনিস এবারের শীতে আমার খুব মিস হয়ে যাবে। আমি বয়ফ্রেন্ডের থেকে তার হুডি চুরি করতাম। এবার সেটা হবে না আর। মনে হয় এবার আমাকে একটা হুডি কিনতে হবে!”

অভিনেত্রীর এই মন্তব্য স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে, যে নিখিল জৈনের সঙ্গে তার সম্পর্ক আর আগের মতো নেই। এই খবর প্রকাশের পর টলিপাড়ায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে, প্রশ্ন উঠেছে—সৌরসেনী ও নিখিলের পথ কি সত্যিই আলাদা হয়ে গেছে?

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top