বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

অপু বিশ্বাস ফিরছেন নতুন সিনেমায়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০

সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সিনেমা থেকে দীর্ঘ সময় বিরতি নিয়ে আবারও রূপালি পর্দায় ফিরছেন। তিনি অভিনয় করবেন রোমান্টিক-অ্যাকশন ও থ্রিলার ঘরানার ‘সিক্রেট’ সিনেমায়। এ সিনেমায় তার বিপরীতে আছেন অভিনেতা আদর আজাদ। পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সিনেমাটির শুটিং এ মাসের শেষ দিকে শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে বুধবার (ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন অপু বিশ্বাস। ছবিতে তিনি সোনালি রঙের নকশাযুক্ত শাড়ি ও নেকলেস, দুল, চুড়ি ও হীরার মতো গহনা পরে সুন্দরভাবে মেলে ধরেছেন নিজেকে। চুলে ফুলের খোঁপা পুরো সাজটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “এই ব্যক্তিটি ব্যাপক কর্তৃত্বের অধিকারী এবং সব সাফল্যের মূলে ইনিই রয়েছেন।”

সম্প্রতি একটি ফটোশেশনে অংশ নেওয়া অপু বিশ্বাস নিয়মিত মডেলিং ও ফটোশনের মাধ্যমে নিজেকে নতুন রূপে উপস্থাপন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা তার স্টাইলকে প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন, “নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকন।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top